মমতাজের 'ভয়ংকর সুন্দর'র গান ইউটিউবে

অনিমেষ আইচের মুক্তি প্রতীক্ষিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গাওয়া গান ইউটিউবে প্রকাশ হয়েছে।
‘ফিরবো না আর ঘরে’ গানটির বটের ছায়া, ঘরের দাওয়া, সেই সে পুকুর পাড়/ ভালো থাকিস ভুলে থাকিস, এই আছে বলার’ কথার গানটি লিখেছেন আসিফ ইকবাল।
অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত ও ভাবনা।
ওপার বাংলার কথাশিল্পী মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।
এ ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে ভাবনার।
ছবিটিতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম।
সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটির সহযোগিতা ও টেলিভিশন প্রচার স্বত্ব আরটিভির।সুর করেছেন প্রিন্স মাহমুদ। প্রিন্স-মমতাজের একসঙ্গে প্রথম কাজ এটি।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.