‘মাহি বউ হিসেবে অসাধারণ’




‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কতটা মানিয়ে নিতে পারবে? গত দুই বছরে আমার সব সংশয় কেটে গেছে। মাহি বউ হিসেবে আসলেই অসাধারণ।’
২০১৬ সালের ২৪ মে কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে হয় চিত্রনায়িকা মাহিয়া মাহির। তারপর কেটে গেছে দুই বছর। আজ তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এ দিনে এনটিভি অনলাইনের কাছে এভাবেই স্ত্রীর প্রসংশা করলেন অপু।  
পরিবারে মাহিই এখন সব, এমনটাই জানালেন অপু। বললেন, ‘আমাদের পরিবারে এখন মাহিই সব। আমার মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন, এমনকি আমার বন্ধুরা পর্যন্ত মাহিকে সবকিছু জানায়। কারো কোনো কথা, কোনো প্রয়োজন সবকিছুই এখন মাহি দেখে। আসলে দর্শক পর্দায় যে মাহিকে দেখতে পান, আমি সেই মাহিকে নিয়েই সংসার করছি। সিনেমার চরিত্রের মতোই মাহি বাস্তব জীবনে পরিপূর্ণ বউ। আমরা অনেক সুখে আছি। কীভাবে যে দুই বছর কেটে গেল বুঝতেই পারিনি।’


বিবাহবার্ষিকীর দিনটা কীভাবে কাটছে জানতে চাইলে অপু বলেন, ‘আমি পারিবারিক কাজে সিলেটে ছিলাম। দুপুর ১টার দিকে ঢাকায় এসেছি। এসেই মাহিকে সারপ্রাইজ দিলাম। কারণ, সে জানত না আজ আমি আসব। তারপর এখন একসঙ্গে সময় কাটাচ্ছি। যেহেতু মাহি চলচ্চিত্রে কাজ করে, এখানে তার কিছু কাছের মানুষ আছে, আমাদের আত্মীয়স্বজন আছে, আমাদের দুজনের বন্ধুরা আছে। আজ ইফতার ও সেহরিতে সবার সঙ্গে সময় ভাগ করব। সব মিলিয়ে দিনটি ভালো কাটবে আশা করি।’
সবার কাছে দোয়া চেয়ে অপু বলেন, ‘আসলে কে কোন পেশায় কাজ করে, তার চেয়ে বড় বিষয় আমরা মানুষ। সবারই সুন্দর একটা জীবন আছে। আমরা একে অপরকে সম্মান করে বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চাই।  দেশের সব মানুষের কাছে দোয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুন্দর একটা জীবন দান করেন।’

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.