অতীত ভুলতে চান মিমি
টালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে পরিচালক রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের সমাপ্তি হয়েছে তার।
কিন্তু এ নিয়ে ক্যারিয়ারে কোনোরকম প্রভাব পড়তে দেননি তিনি।একের পর এক নতুন ছবিতে কাজ করছেন মিমি। এদিকে শনিবার কলকাতায় নববর্ষ পালিত হয়েছে।
নতুন বছরের প্রথম সকালে প্রিয়জনদের শুভেচ্ছা জানান তিনি।
টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন মিমি। ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, নতুন বছরে আরো বেশি করে বাংলা ছবি দেখুন। বাংলা ছবির পাশে থাকুন।
গেলো বছরে মিমির ব্যক্তিগত জীবনে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ভাঙন ঘটে। কিন্তু সেসব নিয়ে কোনো কথা বলতে চান না তিনি।
অতীত ভুলে নতুনভাবে আগামী দিনে পথচলার প্রত্যয় ব্যক্ত করেছেন এ নায়িকা। এখন শুধু ক্যারিয়ার ফোকাস করতে চান।
এদিকে আসছে ১২ মে মিমি অভিনীত 'পোস্ত' ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে তার সঙ্গে জুটি হয়েছেন যীশু সেনগুপ্ত।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন