বাপ্পী-আইরিনের শুরু
রোববার মহরত অনুষ্ঠিত হলো নতুন ছবি 'ভোলা'। ছবির মূল চরিত্রে দেখা যাবে বাপ্পী ও আইরিনকে। এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো ছবিতে জুটি হয়েছেন তারা। ছবিতে আরো অভিনয়ে আছেন প্রসুন আজাদ, সোহেল এবং সাইফ চন্দন।
ছবির পরিচালক সোহেল আরটিভি অনলাইনকে জানালেন, গল্পটি শহুরে সমসাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এর আগে আমি 'ওপারে আকাশ' ও 'তোমার মাঝে আমি' ছবি নির্মাণ করেছি। 'ভোলা' আমার তৃতীয় ছবি। ছবিটির গল্প অনুযায়ী আমার যাকে যাকে কাস্টিং করা উচিত মনে হয়েছে তাকেই নিয়েছি। আশা করছি দর্শকদের একটি ভালো ছবি উপহার দিতে পারবো।
বাপ্পী বলেন, আইরিনের সঙ্গে জুটি হয়ে এর আগেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সে ছবিটি আর হয়নি। আশা করছি, এ ছবিটিতে আমাদেরকে জুটি হিসেবে দর্শক দেখতে পারবে।
আইরিন বলেন, ভালো একটি চরিত্র। বিপরীতে হিরো হিসেবে আছেন বাপ্পী। এছাড়াও আরো আছে সাইফ চন্দন ভাই। যে কিনা একতরফা আমাকে ভালোবাসে। সবমিলিয়ে আশা করছি ভালো একটি গল্প দর্শক দেখতে পাবে।
সাইফ চন্দন বলেন, গল্প প্রধান একটি ছবি। আমাকে কাস্টিং করার জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞতা রইলো। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আশা আছে অনেক।
'ভোলা' ছবিটি বর্তমানে সাতারকুলে শুটিং হচ্ছে।
বাপ্পী বলেন, আইরিনের সঙ্গে জুটি হয়ে এর আগেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সে ছবিটি আর হয়নি। আশা করছি, এ ছবিটিতে আমাদেরকে জুটি হিসেবে দর্শক দেখতে পারবে।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন