চ্যাপলিনের জন্মদিনে জাদুঘর উদ্বোধন
১৯১৫ সালে চ্যাপলিন অভিনয় করেন ‘দ্য ট্র্যাম্প’ সিনেমায়। এই মুভিটি মুক্তির পর চার্লির জনপ্রিয়তা স্রোতের বেগে বেড়ে যায়। এই মুভিতে চ্যাপলিন শুধুমাত্র দর্শকদের মজাই দেননি, শেষ দৃশ্যে চার্লি তার অভিনয় দিয়ে দর্শক হৃদয়কে মোচড় দিয়ে দেন। ১৯২১ সালে নির্মাণ করেন ‘দ্য কিড’ মুভিটি। চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তার পেছনে যেই মুভিটির অবদান অন্যতম।
দ্য গোল্ড রাশ, দ্য গ্রেট ডিক্টেটর, সিটি লাইটস, মডার্ন টাইমস চ্যাপলিনের বিখ্যাত সিনেমা।
জেনেভার তীরে বিশাল বাড়িটিতে জীবনের শেষ ২৫টি বছর কাটিয়েছেন, নির্বাক চলচ্চিত্রের তারকা চার্লি। স্ত্রী ও আট সন্তানকে নিয়ে বাড়িটিতে থাকতেন তিনি। ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর এ কিংবদন্তীর মৃত্য হয়।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন