নিজের ছবির গানের উপস্থাপনায়
উল্লেখ্য, ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন রেসি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত 'নীল আঁচল' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী। এরপর একে একে বেশকিছু ছবিতে অভিনয় করার পর পান আকাশচুম্বী জনপ্রিয়তা। রেসি অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে- এফ আই মানিকের 'এক জবান', 'স্বামী ভাগ্য' এবং মনতাজুর রহমান আকবরের 'আমার স্বপ্ন আমার অহংকার'। ২০১২ সালের ২২শে জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন রেসি। এ পর্যন্ত ৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত বেশির ভাগ ছবিই পেয়েছে দর্শকপ্রিয়তা। খুব শিগগিরই আবারো নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন বলে ...




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন