‘৫ দিনে কি কোনো সিনেমার শুটিং শেষ হয়?’





লাক্স তারকা অরিন ২০১৭ সালের ১২ নভেম্বর ঘোষণা দিয়ে ‘ফিফটি ফিফটি লাভ’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেন। প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে কমিটমেন্ট ঠিক না রাখা, ছবির গল্প ও চিত্রনাট্য পরিবর্তন, পারিশ্রমিক না দেয়ার অভিযোগ এনে ছবিটি ছেড়ে দেয়ার বিষয়টি প্রথম আরটিভি অনলাইনকেই নিশ্চিত করেছিলেন অরিন।

ছবিটি পরিচালনা করেছেন মুকুল নেত্রবাদী। এরই মধ্যে সেন্সর বোর্ডে ‘ফিফটি ফিফটি লাভ’ জমা দেয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে ছবির নায়িকা হিসেবে অরিনের নামই আসছে।



তবে কি ছবি ছাড়ার ঘোষণা দিয়ে ফের এই ছবিতে অভিনয় করেছেন অরিন? এমন প্রশ্নের জবাবে কলকাতার থেকে অরিন আরটিভি অনলাইনকে জানালেন, আমি তো অনেক আগেই ছবিটি ছেড়ে দিয়েছি। আর বিষয়টি নিয়ে আমি পরিচালক-প্রযোজকের সঙ্গে কথাও বলেছি। আমি মাত্র পাঁচ দিন ছবিতে কাজ করেছিলাম। পাঁচ দিনে কি কোনো সিনেমার শুটিং শেষ হয়।


কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.