‘রাস্তা’য় এ কোন পড়শী!

নতুন মিউজিক ভিডিও প্রকাশ করছেন সঙ্গীতশিল্পী পড়শী। চলতি মাসেই নতুন চমক নিয়ে হাজির হবেন এই শিল্পী। সোমবার আরটিভি অনলাইন এমন খবর প্রকাশ করেছিল। এবার জানা গেলো, ‘রাস্তা’ নামের পড়শীর এই মিউজিক ভিডিও প্রকাশ হবে আগামী ২৬ এপ্রিল্।
মিউজিক ভিডিও প্রকাশ উপলক্ষে একটি পোস্টারে একবারেই অন্যরূপে পাওয়া গেলো পড়শীকে। পোস্টারের এই ছবি দেখেই বোঝা গেলো সবাইকে ভীষণ চমক দেবেন এই সঙ্গীত তারকা। পোস্টারে ভৌতিক আবহে পাওয়া গেলো পড়শীকে। 
তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। দীর্ঘ বিরতির পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এর ব্যানারে আসছে তার এই চমক। আগামী ২৬ এপ্রিল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছে পড়শীর ‘রাস্তা’ শিরোনামে নতুন গানের ভিডিও।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.