শরৎচন্দ্রের ‘রাজলক্ষ্মী’ মৌসুমী
বিরতি কাটিয়ে আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজলক্ষ্মীরূপে হাজির হচ্ছেন তিনি। নির্মাতা আরিফুর জামান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি সিনেমা বানাতে যাচ্ছেন। আর এই ছবির রাজলক্ষ্মী চরিত্রে দেখা যাবে মৌসুমীকে।
ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মৌসুমী হামিদ চলচ্চিত্রেও বেশ নজর কেড়েছেন। ইতোমধ্যে তার অভিনীত ব্ল্যাকমানি, ব্লাকমেইল, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২, জালালের গল্প ছবিগুলো মুক্তি পেয়েছে। প্রতিটি ছবিতেই ভিন্নভাবে নিজেকে আবিষ্কার করেছেন মৌসুমী। এই ছবিগুলো টানা মুক্তি পেলেও ইদানিং চলচ্চিত্রে দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন