‘মা বলে, আমার বিয়ে হবে না’

কলকাতার তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত নায়িকা ঋত্বিকা সেন। কারও সঙ্গেই তার কোনো প্রতিযোগিতা নেই। তিনি মনে করেন, দ্বিতীয় কোনো ‘ঋত্বিকা সেন’ হতে পারে না। আগামী শুক্রবার (২৩ মার্চ) মুক্তি পাচ্ছে এই নায়িকার নতুন ছবি ‘রাজা রানি রাজি’।
এই ছবির গল্প নিয়ে ঋত্বিকা বলেন, ছবির গল্পটা খুব বাস্তবধর্মী। কমেডি, রোম্যান্স সবই রয়েছে। তার উপর এখানে মেয়েটার চরিত্রটা খুব স্ট্রং। মেয়েটা খুব সাহসী। সে ছেলেটার ক্রাইসিসের সময় খুব সুন্দর করে গাইড করে। আমি মনে করি, সব সফল মানুষের পিছনে কেউ না কেউ থাকেন। কেউ না থাকলেও মা তো থাকেই। যেমন আমার ক্ষেত্রে আমার মা আমায় সব সময় সাপোর্ট করেছে।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.