বৈশাখে জয়ার মন খারাপ


দুই বাংলায় সমানতালে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এবারের বর্ষবরণে কলকাতায় ছিলেন এই নায়িকা। সেখানে শুরু করতে যাচ্ছেন বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবির শুটিং। এরই ফাঁকে বৈশাখ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন জয়া।
ভারতীয় সংবাদ মাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবির শুটিং শুরু করব। তাই আর বাংলাদেশ যাওয়া হল না। খুব মন খারাপ লাগছে ঢাকার জন্য। ওখানে (বাংলাদেশে) বাংলা বছরের প্রথম দিন খুবই জাঁকজমকভাবে উদযাপন করা হয়। খুব সকালে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু। যদিও সেই শোভাযাত্রায় আমি অংশ নিতে পারি না। বাড়িতেই থাকি। তবে নিজের শহরে থাকার মজাই আলাদা।’
তিনি আরও বলেন, ‘নতুন শাড়ি, নতুন জামার গন্ধ। ঠিক যেন মায়ের আঁচলের স্পর্শ। কত শাড়ি, কত মিষ্টি, মুড়ি-মুড়কির যে আয়োজন হয়েছে তা বলে বোঝানো যাবে না।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.