প্রিয় মানুষ সবাইকে দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন নাবিলা


প্রিয় মানুষ সবাইকে দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন নাবিলা

এ বিষয়ে এনটিভি অনলাইনকে নাবিলা বলেন, ‘সবাইকে দেখে অনেক ভালো লেগেছে। নতুন জীবন শুরু করছি, দোয়া করবেন সবাই।’
১৮ বছর আগে জোবাইদুল হক রিমের সঙ্গে পরিচয় হয় বলে জানিয়েছেন নাবিলা। এর পর তাঁদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
বাবার চাকরি সূত্রে নাবিলার কৈশোর কেটেছে সৌদি আরবের জেদ্দায়। অন্যদিকে, জোবাইদুল হকও ছিলেন জেদ্দায়।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.