‘চালবাজ’ নিয়ে চালবাজিতে বিরক্ত দর্শক
বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছে কলকাতার চলচ্চিত্র ‘চালবাজ’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী।
ছবিটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ১০৫টি হলে। এর আগে ২০ এপ্রিল শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছিল কলকাতায় ৯১টি হলে।
দেশের সিনেমা হলে সাধারণ তো চারটি শো চালানো হয়। সকাল ১১টা থেকে একটি, ২টা থেকে আরেকটি, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো দেখানো হয়।
গতকাল সকাল ১১টার শো এর আগে ঢাকার সিনেমা হলগুলোতে টিকেট কাউন্টার খোলা ছিল এবং দর্শক নিজের হাতে টিকেট কেটে ছবিটি দেখেছেন। কিন্তু বেলা ২টার শোর আগে সিনেমা হলে টিকেট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। ব্ল্যাকে শুরু হয় টিকেট বিক্রি। এমন খবর এনটিভি অনলাইনকে জানিয়েছেন ‘জোনাকি’ সিনেমা হলের স্টাফ মোহাম্মদ শাহাবুদ্দিন।
‘জোনাকি’ সিনেমা হলের সামনে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ভেতরে গিয়ে দেখা যায় টিকেট কাউন্টার বন্ধ।
মোহাম্মদ শাহাবুদ্দিন ২০০ টাকা করে বিক্রি করেছেন ডিসির টিকেট। কাউন্টারে লেখা ছিল ডিসির টিকিট ৯০ টাকা। এ বিষয়ে শাহাবুদ্দিন বলেন, ‘সকাল ১১টার শো শেষ হওয়ার পর আমরা বুঝতে পেয়েছি ছবিটি দর্শক দেখবেন। তারপর দুপুর ১টা থেকে দর্শক হলে আসা শুরু হলে আমরা যারা সিনেমা হলের স্টাফ আছি তারা মিলে সব টিকেট কিনে নিই। তারপর ব্ল্যাকে টিকেট বিক্রি করেছি।’
শাহাবুদ্দিন আরো বলেন, ‘ডিসি ৯০ টাকা ছিল, আমরা বিক্রি করেছি ১৫০ টাকায়। আর সন্ধ্যার শোতে বিক্রি করেছি ২০০ টাকা। মনে হয় আগামী কয়েকদিন এভাবেই চলবে।’
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন