আজীবন নির্বাচনে অযোগ্য হলেন নওয়াজ শরীফ
পানামা পেপারস কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী পদে অযোগ্য হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এবার আজীবনের জন্য তাকে পাকিস্তানের নির্বাচনে থেকে অযোগ্য ঘোষণা করলেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দিলেন। খবর ডন, আর-জাজিরা।
পাকিস্তান সংবিধানের ধারা ৬২(১) (এফ) অনুযায়ী, দেশটির পার্লামেন্ট সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো ব্যক্তিকে ‘সাদিক ও আমিন’ (সৎ ও ন্যায়নিষ্ঠ) হতে হবে। একই ধারায় গত ১৫ ডিসেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারিনকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের হাইকোর্ট।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন