এবার শ্রাবন্তীর প্রেমে মজেছেন শাকিব?





অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কয়েক মাস যেতে না যেতেই নতুন করে নাকি সম্পর্কে জড়িয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। তবে এবার দেশি কোনো নায়িকা নয়, শাকিবের জালে ধরা পড়েছেন ওপারের নায়িকা শ্রাবন্তী! এমন গুঞ্জনই শোনা যাচ্ছে টালিগঞ্জে।
সম্প্রতি শ্রাবন্তীর সঙ্গে লন্ডনে নতুন সিনেমা ‘ভাইজান এলো রে’র শুটিংয়ে ব্যস্ত আছেন শাকিব। সেখানে এই দুই তারকার ঘনিষ্ঠভাবে তোলা এক ছবি ভাইরাল হয়েছে অন্তর্জালে। সেই ছবির ভিত্তিতেই কলকাতা টোয়েন্টিফোরের দাবি, চুটিয়ে প্রেম করছেন তারা!




শাকিব-অপুর বিচ্ছেদের খবর নিয়ে অনেক দিন ধরেই সরগরম ছিলো বাংলাদেশের গণমাধ্যম। এদিকে চলতি বছরের শুরুতে নিজের দ্বিতীয় বিয়ের ভেঙে যাওয়ার খবর প্রকাশ করেও আলোচনায় আসেন শ্রাবন্তী। অতীত ভুলে এখন শাকিবকে ঘিরেই নাকি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছেন এই টালি-নায়িকা!

তবে যে ছবি নিযে এতো তোলপাড়- সেটা নাকি স্রেফ কাজের ফাঁকেই তোলা। অন্ততঃ এমনটাই দাবি শ্রাবন্তীর। প্রেমের গুজবকে একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি।

এসকে মুভিজের ‘ভাইজান এলো রে’ মুক্তি পাবে চলতি বছরের পূজায়।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.