আনুশকার জন্মদিনে বিরাটের চমক

বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন। ফলে সেটা বিশেষ আয়োজনেই পালন করতে চান বিরাট কোহলি। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার জন্য এবারের জন্মদিনটাও বিশেষ। আগামী ১ মে এই নায়িকার জন্মদিন। সে কারণে, ইতোমধ্যেই নাকি অনেক পরিকল্পনা করেছেন বিরাট কোহলি।
এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত বিরাট। ‘সুই ধাগা’ ও ‘জিরো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আনুশকা। তার মধ্যেই নাকি ছোট্ট বিরতি নেবেন দুই তারকা। বেঙ্গালুরুতে নাকি আনুশকার জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনা করেছেন বিরাট।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.