মঞ্চে নতুন নাটক ‘হাছনজানের রাজা’

বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর এবার মঞ্চে নিয়ে আসছে মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’। আগামী ২০ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
এছাড়া ২১ এপ্রিল একই সময় পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘হাছনজানের রাজা’ নাটকটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। শাকুর মজিদের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
নাটকের নির্দেশক অনন্ত হিরা বলেন, ‘নাটকটির শেষ মুহূর্তের মহড়া চলছে। গতকাল ১৬ এপ্রিল জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়। আগামী ১৯ এপ্রিল আরও একটি কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এখন দর্শকের সামনে নাটকটি মঞ্চস্থ করার অপেক্ষায আছি।’

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.