‘শিক্ষক হওয়ার ইচ্ছে ছিল, হলাম সিনেমার নায়িকা’




‘বাস্তব জীবনে আমার খুব ইচ্ছে ছিল আমি শিক্ষকতা করব। কিন্তু হয়ে গেলাম সিনেমার নায়িকা। এরই মধ্যে আমি বিভিন্ন ছবিতে অনেক চরিত্রেই হাজির হয়েছি। কিন্তু টিচার চরিত্রটা পেলাম এই ‘ধূসর কুয়াশা’ ছবিতে। এই ছবিতে আমাকে দর্শক একজন শিক্ষকের ভূমিকায় দেখতে পাবে।’ এনটিভি অনলাইনকে এভাবেই নিজের নতুন ছবি নিয়ে বলেন নায়িকা পুষ্পিতা পপি।
মুক্তির অপেক্ষায় আছে পুষ্পিতা পপি অভিনীত চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’ ছবিটি। উত্তম আকাশ পরিচালিত ছবিটি আগামী শুক্রবার সারা দেশে মুক্তি পাবে।
কেন শিক্ষক হতে চেয়েছিলেন, জানতে চাইলে পপি বলেন, ‘আমার বাবা-মা শিক্ষক, এমনকি আমার আমার খালা, মামারাও শিক্ষকতা করেন। আমি ছোটবেলা থেকে তাদের দেখে বড় হয়েছি। মানুষ তাদের যে সম্মান করত সেটা আমার অনেক ভালো লাগত। ছোটবেলায় বাবা অথবা মায়ের সাথে কোথাও গেলে দেখতে পেতাম সবাই কেমন যেন বাড়তি সম্মান করব। ছাত্রছাত্রীরা কোনো বিষয়ে সমস্যায় পড়লে মা-বাবার কাছে আসতেন। বাবা-মাও তাদের অনেক যত্ন করে সমাধান করে দিতেন। পুরো ব্ষিয়টি আমার অনেক ভালো লাগত। যে কারণে শিক্ষক হওয়ার ইচ্ছে হতো।’

‘ধূসর কুয়াশা’ ছবিতে শিক্ষক চরিত্র নিয়ে পপি বলেন, ‘এই ছবির চরিত্রটার সাথে আমি একেবারেই মিশে গিয়েছিলাম। সুন্দর গল্পের একটি ছবি। অবশ্য আমি একজন আধুনিক শিক্ষক। কারণ আমি ছবিতে ফেসবুক ব্যবহার করি। এই ছবিতে ফেসবুকের কিছু বিষয় উঠে আসবে। সমাজে ফেসবুকের সুফল যেমন আছে, তেমনি খারাপ কিছু বিষয়ও আছে। দুটি বিষয়ই এই ছবির মধ্যমে উঠে আসবে। একেবারেই নতুন ধরনের গল্প, আশা করি দর্শক তা পছন্দ করবে।’


ছবিটি নিয়ে আশা প্রকাশ করে পপি বলেন, ‘আমি বিশ্বাস করি দর্শক গল্প নির্ভর সুন্দর ছবি দেখতে পছন্দ করেন। এই ছবিতে দর্শক তা পাবে। এই ছবিতে দর্শক রোমান্স, অ্যাকশন, কমেডি সবই পাবে। সবাই যদি সিনেমা হলে ছবিটি দেখেন তাহলে প্রযোজকরা আরো গল্প নির্ভর ছবি নির্মাণ করতে সাহস পাবেন।’
ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা পুষ্পিতা পপি। আরো অভিনয় করেছেন নিপুণ ও নবাগত নায়ক মুন্না।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.