ঈদে থাকছেন বুবলী, অপু অনিশ্চিত
উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে কাজ করেছেন শাকিব ও বুবলী। এই ছবির কাজ শেষ। উত্তম আকাশ বলেন, ‘আমরা ছবিটির কাজ শেষ করেছি। ঈদ মানেই আনন্দ, গৎবাঁধা ছবির বাইরে একটিন গল্প নিয়ে আমি ছবিটি নির্মাণ করেছি, যা দর্শক পছন্দ করবে। এই ছবিটি আঞ্চলিক ভাষার কমেডি অ্যাকশন ধরনের। আমি মনে করি এই ছবিটি ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবে।’
শাকিব-বুবলী জুটির আরেক ছবি ‘সুপার হিরো’। আশিকুর রহমান পরিচালিত ছবিটি ঈদে মুক্তির জন্য প্রস্তুত। আশিকুর রহমান বলেন, ‘আমরা ছবিটি ঈদের জন্যই প্রস্তুত করছি। গল্প নির্ভর অ্যাকশন এই ছবিটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশে শুটিং করেছি। লোকেশন, গল্প, এরেঞ্জমেন্ট সব মিলিয়ে ছবিটি দর্শক পছন্দ করবে।’
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন