হংকংয়ে সালমান, অক্ষয় ও সোনাক্ষী
বলিউড তারকারা শুধু ভারতে নয়, ভারতের বাইরেও বেশ জনপ্রিয়। এ কথা সকলেরই জানা। এই জানা কথাটিই আবার প্রমাণিত হলো হংকংয়ে। কারণ, সেখানে সালমান খান দাবাং ট্যুরের অংশ হিসেবে বলিউডের ভাইজান স্বয়ং উপস্থিত ছিলেন, সঙ্গে আরো ছিলেন অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, গেল রোববার সালমান খান মাতিয়েছেন হংকংয়ের ভক্তদের। ভক্ত ও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ ছিল অক্ষয় ও সোনাক্ষী। দাবাং ট্যুর নামের এক কনসার্টে অংশ নিতেই তাঁরা দেশের বাইরে যান।
কনসার্টটি পুরোপুরি জমে ওঠে যখন সালমান খান ও অক্ষয় কুমার একসঙ্গে মঞ্চে উঠে ‘মুঝসে শাদি কারোগি’ গানে নৃত্য পরিবেশন করেন। তাঁদের এই নাচে তাল মেলান সোনাক্ষী সিনহা। তিন তারকার নাচ পরিবেশনের সময় দর্শকরা আর বসে থাকতে পারেননি, তাঁরা নেচে-গেয়ে উপভোগ করেন সন্ধ্যাটি।
সোনাক্ষীর নতুন চলচ্চিত্র ‘নূর’ মুক্তি পাবে কিছুদিন পর। সেই ছবির প্রচার নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি হংকং সফরে গেলেন সালমান ও অক্ষয়ের কারণেই। এ অনুষ্ঠানের একটি ভিডিও সোনাক্ষী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, ‘দ্য স্টেজ ওয়াজ লিট!!! উইথ দাবাং অ্যান্ড রাউডি অ্যাট দ্য দাবাং ট্যুর… হংকং ইউ ওয়ার ইমেজিং’, অর্থাৎ মঞ্চ ছিল আলোকিত, দাবাং ট্যুরে সঙ্গে ছিলেন দাবাং এবং রাউডি… হংকং তুমি চমৎকার।
বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্র নিয়ে। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রটি এ বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তার আগে জুন মাসের ২৫ তারিখ মুক্তি পাবে সালমানের আরেকটি চলচ্চিত্র ‘টিউবলাইট’। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।
অন্যদিকে অক্ষয় কুমার ব্যস্ত রয়েছেন ‘টয়লেট : এক প্রেম কথা’ ও ‘রোবট-২’ চলচ্চিত্র নিয়ে। ‘টয়লেট : এক প্রেম কথা’ ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ‘দম লাগাকে হাইশা’ খ্যাত নায়িকা ভূমি পেড়নেকার। চলচ্চিত্রটি এ বছরের ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘রোবট-২’ মুক্তি পাবে ১৮ অক্টোবর। এই ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন খিলাড়ি অক্ষয়।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন