আপন মানুষ’ খাঁটি বাংলাদেশি ছবি : শাহ আলম মণ্ডল

আগামী শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘আপন মানুষ’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পরী মণি ও বাপ্পি চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম মণ্ডল। বাংলাদেশের মৌলিক গল্প, শিল্পী ও টেকনিশিয়ানদের নিয়ে নির্মিত এই ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস করেন পরিচালক।
শাহ আলম মণ্ডল এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী শুক্রবার আমার এই ছবি মুক্তি পাবে। আমি বিশ্বাস করি ছবিটি দর্শক পছন্দ করবেন। এখন তো সবাই তামিল আর মাদ্রাজি ছবির নকল দেখে ক্লান্ত হয়ে গেছি। আবার দর্শক সিনেমা হলে কলকাতার শিল্পীদের বাংলা শুনে হাসছেন। আমি এই ছবির মাধ্যমে সবাইকে একটু স্বস্তি দিতে চাই। আমি বিশ্বাস করি দর্শক সব সময় নিজের দেশে নিজেদের গল্পের ছবি দেখতে চায়। আমি বাংলাদেশের গল্প নিয়ে, এই দেশের শিল্পী ও টেকনিক্যাল পার্সনদের নিয়ে এই ছবিটি নির্মাণ করেছি। আমি বলতে চাই এই ছবিটি আপন দেশের আপন মানুষ, খাঁটি বাংলাদেশি ছবি।’
কলকাতার বর্তমান অবস্থা নিয়ে পরিচালক বলেন, ‘কিছুদিন আগে কলকাতায় ছবি ভালো ব্যবসা করা শুরু করেছিল। কিন্তু তামিল মাদ্রাজি ছবির নকল শুরু হওয়ার কিছু দিনের মধ্যে আবারও তাদের ইন্ডাস্ট্রিতে ধস নামে। আবার কিছুদিন ধরে কলকাতার আর্ট ঘরানার ছবি দর্শকপ্রিয়তা পাচ্ছে। আমার মনে হয় নিজেদের ঐতিহ্য নিয়ে ছবি বানালে তা দর্শক পছন্দ করবে। আমি তাই সব সময় বাংলাদেশের বাংলা ছবি নির্মাণ করতে চেষ্টা করি। সেখানে কলকাতার বাংলা বা অন্য কোনো দেশের ছবির সঙ্গে মিল থাকে না, বরং আমাদের চলচ্চিত্র আলোকিত হয়।’
বাপ্পি ও পরীর বিষয় নিয়ে শাহ আলম বলেন ‘পরী মণি আমার একটি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় এসেছে। এরই মধ্যে সে নিজের অভিনয় দিয়ে ভালো অবস্থান তৈরি করে নিয়েছে। এই ছবিতে সে অনেক ভালো অভিনয় করেছে। একজন পরিচালক হিসেবে আমি তৃপ্ত। বাপ্পি এমনিতেই ভালো কাজ করে, আমি বিশ্বাস করি বাপ্পি-পরীর রসায়ন দর্শক পছন্দ করবেন।’
পরী, বাপ্পি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.