বিয়ের পর গোপনে বলিউডের ৪ নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ান হৃত্বিক, জানেন?
১০ জানুয়ারি তাঁর জন্মদিন। এবার ৪৪-এ পড়লেন তিনি। বয়স বাড়ছে ঠিকই কিন্তু, গ্ল্যামার তাঁর কমছে না। তাই তো এখনও বলিউডের অন্যতম ‘হ্যান্ডসাম হাংক’ তিনি। ৪৪-এর জন্মদিনে হৃত্বিকের সঙ্গে দেখা যায় তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানকেও। হৃত্বিক-সুজানকে একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। এবার কি ফের হৃত্বিকের সংসারে ফিরছেন সুজান? এমন জল্পনায় মুখর এখন পেজ থ্রি। কিন্তু, জানেন বি টাউনে কেরিয়ার শুরুর পর থেকে কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হৃত্বিক রোশন?
১০ জানুয়ারি তাঁর জন্মদিন। এবার ৪৪-এ পড়লেন তিনি। বয়স বাড়ছে ঠিকই কিন্তু, গ্ল্যামার তাঁর কমছে না। তাই তো এখনও বলিউডের অন্যতম ‘হ্যান্ডসাম হাংক’ তিনি। ৪৪-এর জন্মদিনে হৃত্বিকের সঙ্গে দেখা যায় তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানকেও। হৃত্বিক-সুজানকে একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। এবার কি ফের হৃত্বিকের সংসারে ফিরছেন সুজান? এমন জল্পনায় মুখর এখন পেজ থ্রি। কিন্তু, জানেন বি টাউনে কেরিয়ার শুরুর পর থেকে কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হৃত্বিক রোশন?
রিপোর্টে প্রকাশ, সুজান খানের সঙ্গে বিয়ের পর বলিউডের একাধিক নায়িকার সঙ্গে একের পর এক সম্পর্কে জড়ান হৃত্বিক রোশন। যার মধ্যে রয়েছেন করিনা কাপুর খান থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন