ঘনিষ্ঠ হওয়ার পর কেউ যদি কাজ চায়, পরিচালকের কী দোষ, একতা কাপুর


বলিউড হোক আর হলিউড, গ্ল্যামার দুনিয়ায় অভিনেতা অভিনেত্রীরা অনেক সময় কাজ পাওয়ার ক্ষেত্রে যৌনহেনস্থার অভিযোগ তোলেন। এঘটনা কোনও নতুন বিষয় নয়। তবে সম্প্রতি, হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে আনা একাধিক অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকের যৌন হেনস্থার অভিযোগের ঘটনায়, বিষয়টি আরও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সে আঁচ এসে পড়েছে বলিউডেও।
বলিউড হোক আর হলিউড, গ্ল্যামার দুনিয়ায় অভিনেতা অভিনেত্রীরা অনেক সময় কাজ পাওয়ার ক্ষেত্রে যৌনহেনস্থার অভিযোগ তোলেন। এঘটনা কোনও নতুন বিষয় নয়। তবে সম্প্রতি, হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে আনা একাধিক অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকের যৌন হেনস্থার অভিযোগের ঘটনায়, বিষয়টি আরও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সে আঁচ এসে পড়েছে বলিউডেও।
সম্প্রতি, একটি আলোচনায় যৌন হেনস্থার বিষয় নিয়ে মুখ খুললেন বলিউডের ছোট ও বড় পর্দার অন্যতম প্রযোজক একতা কাপুর। যৌন হেনস্থার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কার্যত, যৌন হেনস্থার কথা স্বীকার করে নিয়েই একতা বলেন, অনেক পরিচালক, প্রযোজক তাঁদের ক্ষমতাকে কাজে লাগিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের শারীরিক হেনস্থা করেন। তবে একতার মতে, এক্ষত্রে যে সব সময় শুধু পরিচালক, প্রযোজকরাই এককভাবে দায়ি থাকেন ন, তা নয়। অনেকক্ষেত্রে আবার উঠতি অভিনেত্রীরা, এমনকি অভিনেতারাও কাজ পাওয়ার আশায় নিজের ইচ্ছাতেই পরিচালক প্রযোজকদের কাছে সমঝোতার করার প্রস্তাব দেন।  
একতা বলেন, ''অনেক সময় কোনও উঠতি অভিনেতা-অভিনেত্রী  রাত ২টোর সময় গিয়ে কোনও পরিচালক বা প্রযোজকের সঙ্গে দেখা করেন এবং নিজেরাই তাঁর সঙ্গে শারীরিক ভাবে মিলিত হন। তার ৫ দিন বাদে গিয়ে সেই যৌন সম্পর্কের বিনিময়ে তাঁরা যদি কাজ চান, আর তখন সেই পরিচালক বা প্রযোজক যদি পেশাদারিত্বের কথা ভেবে তাঁকে কাজ না দেন, সে দোষ শুধু পরিচালক বা প্রযোজকের হতে পারে না। একতার কথায়, পেশাদারিত্ব ও ব্যক্তিগত জায়গার পরিসরটা অনেকেই আলাদা রাখতে চান।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.