‘সজলকে দেখে বিস্মিত হয়েছিলেন এভ্রিল’

নাটকটির শুটিং রাজধা
নীর  উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। শুটিংয়ের অবসরে উত্তরার একটি লেকের ধারে সজলকে দেখে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলেন তাঁর কিছু ভক্ত। সজলের কাছে এসে সেলফি তোলার  আবদার করেন তাঁরা। সজলও ভক্তদের অনুরোধ রাখেন। এরপর চলে যান শট দিতে। এভ্রিলের অভিনয় নিয়ে আশাবাদী সজল। জানালেন, ‘এভ্রিলের আত্মবিশ্বাস আছে। চেষ্টা করলে অনেক দূর এগিয়ে যেতে পারবে।’
নাটকটিতে সজল আর এভ্রিল ছাড়াও অভিনয় করেছেন পাভেল ইসলাম।  নাটকে তাঁদের চরিত্রের নাম যথাক্রমে সাহিল, স্নেহা ও রিয়াদ।
নাটকে মানসিক এক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সজল। এ প্রসঙ্গে সজল বলেন, ‘নাটকের নাম রোমান্টিক। গল্পটাও রোমান্টিক। তবে গল্পের অনেক মোড় আছে।

আমার চরিত্রে ভিন্নতা দেখতে পাবেন দর্শক। আমি কেন মানসিকভাবে ভেঙে পড়ি, এটাই নাটকে টুইস্ট।’

পাভেল ইসলাম জানান, সজলের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকে তাঁর কাজের অভিজ্ঞতা চমৎকার।

অন্যদিকে এভ্রিল  বলেন, ‘নাটকে আমার অভিনয়ের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে অভিনয় করার ইচ্ছা আমার রয়েছে।’

‘এমনও তো ভালোবাসা হয়’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক জোনায়েদ বিন জিয়া। 

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.