‘সজলকে দেখে বিস্মিত হয়েছিলেন এভ্রিল’
‘সজল’কে দেখে বিস্মিত হয়েছিলেন এভ্রিল
জান্নাতুল নাঈম এভ্রিল। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলোচিত হয়েছিলেন তিনি। এভ্রিল ছোটবেলা থেকেই নাকি অভিনেতা সজলের ভক্ত।
সম্প্রতি নিজের প্রিয় এই অভিনেতার সঙ্গে নাটকে জুটি বেঁধেছেন তিনি। নাটকের নাম ‘এমনও তো ভালোবাসা হয়’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জোনায়েদ বিন জিয়া।
এর আগে স্বল্পদৈর্ঘ্য ছবি ও মিউজিক ভিডিওতে কাজ করলেও কখনো নাটকে অভিনয় করার অভিজ্ঞতা এভ্রিলের হয়নি বলে জানান তিনি।
অভিনয়ের প্রথম দিন সজলকে দেখেই নাকি উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলেন এভ্রিল। এনটিভি অনলাইনকে এমনটিই জানালেন পরিচালক জোনায়েদ বিন জিয়া।
জিয়া আরো বলেন,‘ এভ্রিল সজলের অনেক বড় একজন ভক্ত। আমরা বৃহস্পতি ও শুক্রবার নাটকটির শুটিং করেছি। শুটিংয়ের প্রথম দিন সেটে এসে সজলকে দেখে বিস্মিত হয়েছিলেন এভ্রিল।’
এভ্রিল অভিনয় কেমন করলেন জানতে চাইলে জিয়া বলেন, ‘নবীন অভিনেত্রী হিসেবে এভ্রিল খারাপ করেননি। একটু সময় বেশি নিয়ে আমরা কাজ করেছি। সজল ও অন্য শিল্পীরা এভ্রিলকে অনেক সহযোগিতা করেছেন। আশা করছি, নাটকটি দর্শক অনেক পছন্দ করবে।’





কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন