শাকিব সকালে আমার বাসায় আসতে পারেননি : অপু
ঈদকে কেন্দ্র করে ব্যস্ত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজে কোরবানি দিয়েছেন, আবার শ্বশুরবাড়িও যেতে হবে দোয়া নিতে। ছেলের জন্য বারবার ফোন করছে শাকিব খান। পশু কোরবানির জন্য শাকিবও ব্যস্ত তাঁর বাসায়। তাই সকাল সকাল উঠে ছেলেকে তৈরি করে বের হচ্ছিলেন অপু। তখনই এনটিভি অনলাইনের সঙ্গে কথা অপু বিশ্বাসের।
অপু বলেন, ‘সকাল থেকেই একটু ব্যস্ত সময় কাটছে। কারণ নিজে যেহেতু কোরবানি দিয়েছি, সেগুলোকে সামলাতে হয়েছে। নিজের হাতে রান্না করছি। কারণ মা একটু অসুস্থ, এরই মধ্যে ছেলেকে খাইয়ে রেডি করেছি। এখন ঘরের কিছু কাজ করে শ্বশুরবাড়ি যাব তাদের দোয়া নিতে।’
অপু আরো জানান, ‘শাকিব সকাল থেকে এখনো আমার বাসায় আসতে পারেনি। বারবার ফোন দিচ্ছে, ছেলের সাথে কথা বলতে চাচ্ছে। সে তার কোরবানির গরু নিয়ে ব্যস্ত, নিজে দাঁড়িয়ে থেকে কোরবানি দিতে পছন্দ করে শাকিব। না হলে নামাজ পড়েই হয়তো চলে আসত। একটু পর আমি ছেলেকে নিয়ে যাব সেখানে। তারপর আমি, আমরা পরিবার নিয়ে ঈদের বাকি সময়টা কাটাব।’
এই বছর ঈদে কোনো ছবি মুক্তি পায়নি অপুর। কিন্তু শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। এ বিষয়ে অপু বলেন, ‘এ বছর আমার কোনো ছবি মুক্তি পায়নি, কিন্তু বিভিন্ন টিভিতে বেশ কিছু শো করেছি। যে কারণে দর্শক আমাকে পাচ্ছে। তবে আমার ছবি মুক্তি না পেলেও আমার স্বামীর দুটি ছবি মুক্তি পেয়েছে। আশা করি দর্শক সেই দুটি ছবিই উপভোগ করবেন, আর কথা দিচ্ছি আগামী ঈদগুলোতে আপনাদের জন্য ছবি নিয়ে উপস্থিত হব।’




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন