রাজীব ও স্বরলিপির মিউজিক ভিডিও

সমপ্রতি নির্মিত হলো সঙ্গীতশিল্পী রাজীব ও স্বরলিপির মিউজিক ভিডিও ‘কেন মনে হয়’। আন্তনীয় অধিকারির কথায় ও দেবেন্দ্রনাথ চ্যাটার্জির সুরে গানটির সংগীতায়োজন করেছেন অমিত। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অনিক ও একান্ত। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আল আমিন আহমেদ মোহন। নির্মাতা বলেন, ‘গানটি খুবই রোমান্টিক। এর কথা, সুর ও মিউজিক চমৎকার। শ্রোতাদের ভালো লাগার মত একটি গান। চেষ্টা করেছি গানটি ভিডিওতে ফুটিয়ে তুলতে। আশা করি, গানটি সবার ভালো লাগবে। শীঘ্রই রনস্ মিউজিকের নিজস্ব ইউটিউবে গানটি প্রকাশিত হবে।

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.