গ্লোবাল উইমেনস লিডারশীপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী
নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল উইমেনস লিডারশীপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ লক্ষ্যে ২৬-২৮ এপ্রিল তিন দিনের সফরে অস্ট্রেলিয়া যাবেন তিনি।
এ লক্ষ্যে ২৬-২৮ এপ্রিল তিন দিনের সফরে অস্ট্রেলিয়া যাবেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বাংলাদেশে লিঙ্গ সমতা নিশ্চিতে ব্যাপক অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সিডনিতে অনুষ্ঠিতব্য গ্লোবাল সামিট অব উইমেনস-২০১৮ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
মাহমুদ আলী জানান, বাংলাদেশ ও সমগ্র এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারীশিক্ষা এবং নারী উদ্যোক্তাদের কর্মকাণ্ড প্রসারে অভূতপূর্ব নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অ্যাওয়ার্ড প্রধান করা হবে।
গ্লোবাল সামিট অব উইমেনস প্রতি বছর নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে উৎসাহিত এবং সারা বিশ্বে তা নিশ্চিত করার লক্ষ্যে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে থাকে।
এখানে নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষভাবে এ সম্মাননা দেয়া হয়।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই সামিটে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এ দুই মন্ত্রণালয়ের সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন