ছোটবেলার সানি লিওন

ছোটবেলার সানি লিওন

আসল নাম কারেঞ্জিত কৌর ভোরা।কিন্তু পরে আবার কারেন মালহোত্রা নামেই খ্যাতি ছিল তাঁর। এখন তিনি সানি লিওন নামেই পরিচিত। সানির পিতা-মাতা ছিলেন ভারতীয় শিখ পাঞ্জাবি বংশোদ্ভুত। তবে সানির জন্ম কানাডার ওন্টারিওর সারিনা শহরে। ২০১১ সালে ভারতীয় জনপ্রিয় টেলিভিশন শো বিগ বসে অংশগ্রহণ করে সানি। ২০১২ সালে জিসম-২ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। এরপর নিয়মিত হয়ে পরেন বলিউডের ছবিতে এবং ইতিমধ্যে বেশ কিছু আইটেম গানে সানির দুদার্ন্ত পারফরম্যান্স তাঁর জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানি তাঁর শৈশবকালের নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। বাবার সঙ্গেও নিজের ছোটবেলার ছবি শেয়ার করেন বলিউডের জনপ্রিয় এই তারকা।
ছবি : সংগৃহীত

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.