ছোটবেলায় যেমন ছিলেন শ্রদ্ধা

ছোটবেলায় যেমন ছিলেন শ্রদ্ধা

২০১০ সালে ‘তিন পাত্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শ্রদ্ধা কাপুরের। তারপর আশিকী-২ (২০১৩) ছবি দিয়েই শ্রদ্ধার জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে বলিউডের জনপ্রিয় নায়িকাদের কাতারে শ্রদ্ধার কাপুর। শ্রদ্ধা বিভিন্ন সময়ে তাঁর শৈশব কালের অনেক ছবি ইনস্ট্রাগ্রামে দিয়েছেন। বড়ভাই সিদ্ধার্থ কাপুরের সঙ্গে শৈশবে দুরন্ত সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। ছোট বেলায় বাবা শক্তি কাপুর এবং মা শিভাঙ্গী কাপুরের সঙ্গে তোলা বেশ কিছু ছবি ও শেয়ার করেছেন শ্রদ্ধা।
ছবি : সংগৃহীত

কোন মন্তব্য নেই

‘মাহি বউ হিসেবে অসাধারণ’

‘বিয়ের আগে কিছুটা সংশয় ছিল, নায়িকা বিয়ে করছি কেমন হবে। পরিবারে সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে তো? আমরা সিলেটিরা একটু ধার্মিক, সেখানে মাহি কত...

Blogger দ্বারা পরিচালিত.